ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নেতৃত্ব হারাচ্ছেন মুশফিক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ৮ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকা সফরের পর অধিনায়কত্ব হারাতে পারেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ডিসেম্বরে দেশের মাটিতে শ্রীলঙ্গার বিরুদ্ধে সিরিজের টেস্টে দলকে হয়ত অন্য কেউ  নেতৃত্ব দেবেন-এমনটাই শোনা যাচ্ছে। সীমিত ওভারের ক্রিকেটের পর এবার টেস্টের অধিনায়কত্ব থেকেও মুশফিককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মোটামুটি নিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সূত্রে জানা গেছে, মুশফিকের বিকল্প ভাবতে শুরু করে দিয়েছে তারা। সাম্প্রতিক সময়ে মুশফিকের কিছু বক্তব্য মেনে নিতে পারছেনা বিসিবি। এছাড়া মাঠে তার অনেক সিদ্ধান্তও ভুল হচ্ছে।

মুশফিকের পর কে অধিনায়ক হতে পারে এ নিয়েও শুরু হয়েছে জ্বল্পনা-কল্পনা। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টেস্ট খেলছেন না। টেস্ট দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাই তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল বা মাহমুদউল্লাহর নাম শোনা যাচ্ছে। বিসিবির আগ্রহটা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে। সাকিব না হলে তামিমেরই টেস্ট অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে সূত্র।

মুশফিকুর রহিমের নেতৃত্বেই টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সাফল্য এসেছে। বাংলাদেশের ১০টি টেস্ট জয়ের ৭টিই মুশফিকের অধিনায়কত্বে। চলতি টেস্টের আগে মোট ৩৩টি টেস্টে নেতৃত্ব দিয়ে সাতটি জয় ছাড়াও মুশফিকের দল ড্র করেছে ৯ টেস্টে। পরাজয় ১৭টিতে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে তার নেতৃত্বেই।

তবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে পাল্টে গেছে দৃশ্যপট। দলের বাজে পারফর্মের পাশাপাশি যোগ হয়েছে কিছু বিতর্কও। অধিনায়ক হয়েও প্রকাশ্য দলের বোলারদের সমালোচনা করা, টসে জিতে বার বার ফিল্ডিং নেয়া নিয়ে আলোচনা হচ্ছে বেশ। তাছাড়া তার বাউন্ডারিতে ফিল্ডিং করার সিদ্ধান্তটা টিম ম্যানেজমেন্টের, ফাঁস করে দিয়েছেন সেটিও। এসব মন্তব্যের কোনোটাই সহজভাবে নিচ্ছে না বোর্ড।

মুশফিকের প্রতি বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। ব্লুমফন্টেইন টেস্টে টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তে শনিবার সংবাদমাধ্যমের কাছে সরাসরিই বিরক্তি প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ‘এ ধরনের পিচে ব্যাটিং না নেওয়ার যুক্তিই হতে পারে না। এটা মুশফিকই ভালো বলতে পারবে।’

এছাড়া ব্যাট হাতেও টাইগার দলপতির সময়টা খুব ভালো যাচ্ছে বলা যাবেনা। দক্ষিণ আফ্রিকায় তিন ইনিংস থেকে মুশফিকের সংগ্রহ ৬৭ রান। সব মিলিয়ে পরিস্থিতি মুশফিকের প্রতিকূলে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজটি হবে ডিসেম্বরে। অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বেশ সময় পাচ্ছে বিসিবি।

এমআর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি