ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শফিক-সরফরাজের ব্যাটে জয় দেখছে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ১০ অক্টোবর ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষে টেস্টে জয়ের জন্য পাকিস্তানের দরকার ৩১৭ রান। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ৫২ রানেই নেই ৫ উইকেট। পাকিস্তানের জন্য নিশ্চিত পরাজয়ই অপেক্ষা করছিল বলা যায়। কিন্তু পাকিস্তানকে নিয়ে ভবিষ্যতবানী করাটা বোকামি। ক্রিকেটি তারা ‘আনপ্রেডিক্টেবল’। আসাদ শফিক ও অধিনায়ক সরফরাজের ব্যাটে এখন জয়ের স্বপ্নই দেখছে পাকিস্তান।  

 ৬ষ্ঠ উইকেটে আসাদ শফিক ও সরফরাজ আহমেদের ১৪৬ রানে অবিছিন্ন জুটিতে জয় থেকে ১১৯ রান দুরে পাকিস্তান। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৯৮ রান। শফিক ৮৬ ও সরফরাজ ৫৭ রানে অপরাজিত আছেন।

এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।  পেসার ওয়াহাব রিয়াজ ৪ টি ও লেগ স্পিনার ইয়াসিন শাহ ৩টি উইকেট লাভ করেন। সিরিজে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

সূত্র: ক্রিকইনফো

এমআর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি