বিশ্বকাপে মেসিকে পেয়ে উচ্ছ্বসিত নেইমার
প্রকাশিত : ২৩:০১, ১১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৭:১৭, ১২ অক্টোবর ২০১৭
স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনায় আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির চার বছরের সতীর্থ ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। চলতি বছরের আগস্ট মাসে বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইয় (পিএসজি)-এ যোগ দেন নেইমার।
বার্সেলোনা ছাড়ার সময় বিদায়ী শুভেচ্ছাবার্তায় মেসিকে ‘ভাই’ সম্বোধনের পাশাপাশি নেইমার বলেছিলেন, ‘বার্সেলোনায় যোগ দিয়েছিলাম শুধু তোমার সঙ্গে, আমার আদর্শের সঙ্গে খেলতে।’ পিএসজি ফরোয়ার্ড তাঁর সেই ‘আদর্শ’ খেলোয়াড়কে ২০১৮ বিশ্বকাপে দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত।
আগামী বছর শুরু হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডর-আর্জেন্টিনা ও ব্রাজিল-চিলি ম্যাচ দুটি মাঠে গড়িয়েছিল একই সময়ে। কিটোয় মেসির হ্যাটট্রিকে রাশিয়ার টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।
অন্যদিকে সাও পাওলোয় চিলিকে ৩-০ গোলে হারানোর পর মেসির উদ্দেশে নেইমার বলেন, ‘তার জন্য ভালো লাগছে। এমন একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আমার বন্ধুও অংশ নিচ্ছে। এ জন্য আমি খবুই আনন্দিত।’
টিকে