ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ক্যারিয়ার সেরা অবস্থানে রাবাদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ১২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৭:১৬, ১২ অক্টোবর ২০১৭

ব্লুমফন্টেইন টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২৫৪ রানের  বিশাল ব্যবধানে হারানোয় বিশেষ অবদান ছিল কাগিসো রাবাদার। ডেল স্টেইন-ভারনন ফিল্যান্ডারের অনুপস্থিতিতে তার দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মুশফিক বাহিনী। দ্বিতীয় টেস্টে তিনি উভয় ইনিংসেই নিয়েছেন ৫ ‍উইকেট করে। এমন পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন রাবাদা। পৌঁছে গেলেন ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে।

আইসিসির সর্বশেষ টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন প্রোটিয়া পেসার। তিনি এখন তিন নম্বরে। ৮৭৬ র‌্যাংকিং পয়েন্ট নিয়ে তিনি এখন জেমস অ্যান্ডারসন (৮৯৬) ও রবীন্দ্র জাদেজার (৮৮৪) পেছনে। অশ্বিন (৮৫২) ও রঙ্গনা হেরাথ (৮৩৩) নেমে গেছেন চার ও পাঁচ নম্বরে। সূত্র: ক্রিকইনফো

এমআর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি