প্রস্তুতি ম্যাচেও টাইগারদের ব্যাটিং বিপর্যয়
প্রকাশিত : ১৫:৪২, ১২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৭:১৬, ১২ অক্টোবর ২০১৭
দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থতার বৃত্ত থেকে যেন বের হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। টেস্টে হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও ব্যার্টিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে ৬৩ রানেই হারিয়ে ফেলেছে প্রথম সারির ৪ ব্যাটসম্যানকে।
ব্যাট হাতে আবারো ব্যর্থ হয়েছেন বাঁহাতি এই ওপেনার সৌম্য সরকার। ফিরে গেছেন মাত্র ৩ রানে। ওপেনার ইমরুল কায়েস ফিরেছেন ২৭ রান করে। তিনে নামা লিটন দাসের ব্যাট থেকে এসেছে ৮ রান। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও সাজঘরে ফিরে গেছেন ২২ রান করে।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৪ উইকেটে ৭২ রান।
ব্লুইমফন্টেইনে এর আগে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।
সূত্র: ক্রিকইনফো
এমআর/এআর