ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মেসি ম্যাজিক` দেখতে পেরে ভাগ্যবান দিবালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ১২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:১৩, ১২ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

পাওলো দিবালা, বর্তমান ফুটবল বিশ্বে আলোচিত এক নাম। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে প্রতিনিয়ত চমক দেখিয়ে চলেছেন এই ফরোয়ার্ড। আর্জেন্টিনার জার্সি গায়েও খেলা হয়ে গেছে তার। তবে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আকাশী- সাদা জার্সি গায়ে নামতে পারেনি তিনি। তাতে যেন বিন্দুমাত্রও আফসোস নেই দিবালার। বেঞ্চে বসে লিওনেল মেসির জাদুকরী ফুটবল দেখতে পেয়ে নিজেকে সৌভাগ্যভান ভাবছেন ২২ বছর বয়সী এই তরুণ।

বুধবার সকালে ইকুয়েডরের মাঠে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই পিছিয়ে পড়া আর্জেন্টিনাকে নিজের কারিশমা দেখিয়ে রাশিয়া বিশ্বকাপে নিয়ে গেছেন মেসি। দুর্দান্ত এক হ্যাটট্রিকে দলকে বিশ্বকাপের টিকেট পাইয়ে দেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত দিবালা দলের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘তার ম্যাজিক দেখতে পেরে এবং তাকে এত কাছে পেয়ে আমি ভাগ্যবান।’

সূত্র: গোলডটকম

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি