ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন নেহরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ১২ অক্টোবর ২০১৭

ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ভারতের বর্ষীয়ান পেসার আশিস নেহরা। আগামী ১ নভেম্বর তার ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটি খেলেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিবেন ৩৮ বছর বয়সী এই পেসার।

১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে প্রতিনিধিত্ব করা নেহরা তার সিদ্ধান্তের কথা ইতোমধ্যে দলের কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলিকে জানিয়ে দিয়েছেন।

দীর্ঘ ক্যারিয়ারের অনেকটা সময় চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে এই বাঁহাতি পেসারকে। অস্ত্রোপচারই করাতে হয়েছে ১২ বার। এ ছাড়া ছোট ছোট ইনজুরি তো ছিলই।

আন্তর্জাতিক ক্রিকেটে নেহরার অভিষেক হয় ১৯৯৯ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। ২০০১ সালে হয় ওয়ানডে অভিষেক। অভিষেকের পর থেকেই ভারতের সীমিত ওভারের দলে নিয়মিত সদস্য হন নেহরা। ভারতকে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে তুলতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। ওই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে তার ২৩ রানে ৬ উইকেট এখনো বিশ্বকাপে ভারতীয় কোনো বোলারের সেরা বোলিং ফিগার।

 

সূত্র: ‍ক্রিকবাজ

এমআর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি