ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

র‍্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানি টাইগারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ১৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৩:০২, ১৩ অক্টোবর ২০১৭

টেস্ট সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াটওয়াশের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া মাশরাফির বাংলাদেশ। ১৫ অক্টোবর শুরু হতে যাওয়া এ সিরিজেই র‍্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানিও থাকছে টাইগারদের। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ সাতে আছে। ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ৯৫।

প্রোটিয়াদেরকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারাতে পারলে র‍্যাংকিংয়ে ছয়ে ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ১০০। টাইগাররা উঠে যাবে ষষ্ঠ স্থানে। আর বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হয় তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯২।

অন্যদিকে শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হারাতে পারে তাহলে ৮৬ পয়েন্টধারী শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৯১। আর পাকিস্তানের পয়েন্ট হবে ৮৯। এই সমীকরণেও বাংলাদেশ র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠেতে পারে।

এছাড়া মাশরাফিরা যদি দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৫। আর যদি ২-১ ব্যবধানে মাশরাফি বাহিনী সিরিজ জিতে যায় তাহলে রেটিং পয়েন্ট হবে ৯৭। তাতে পাকিস্তানকে পেছনে ফেলে ছয়ে উঠতে পারবে বাংলাদেশ।

সূত্র: ক্রিকইনফো

এমআর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি