ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মুশফিকের শতকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ১৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:১১, ১৫ অক্টোবর ২০১৭

মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকেই যাচ্ছে বাংলাদেশ। ওয়ানডেতে মুশফিকের পঞ্চম সেঞ্চুরি এটি। প্রতিবেদন লেখার সময় ৪৫ দশমিক ৩ ওভারে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ফেলেছে টাইগাররা। ১০০ রানে ব্যাট করছেন মুশফিক। যেভাবে ব্যাট করছেন তাতে মুশফিকের সেঞ্চুরি পাওয়াটা খুব কঠিন মনে হচ্ছে না। মুশফিকের সাথে ক্রিজে আছেন নাসির হোসেন।

২৯ রান করে আউট হয়েছেন সাকিব আল হাসান। এই ইনিংস খেলার পথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রান পূরণ করার পাশাপাশি ওয়ানডেতে ২০০ উইকেট শিকারীর অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জয়সুরিয়া, জ্যাক ক্যালিস, আব্দুল রাজ্জাক ও শহীদ আফ্রিদির আছে এ কীর্তি।

 

সূত্র: ইএসপিএনক্রিকইনফো

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি