ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ১৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আবারো বাবা হতে যাচ্ছেন কয়েক দিন আগেই রূপকথার গল্প লিখে নিজ দেশ আর্জেন্টিনাকে ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যাওয়া মেসি। মেসি-রোকুজ্জো পরিবারের আসছে তৃতীয় অতিথি। মেসির দীর্ঘদিনের বান্ধবী ও স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জো ইনস্টাগ্রামে এক পোস্টে পরিবারের সদস্যসংখ্যা বাড়তে যাওয়ার কথা জানিয়েছেন।

গত জুলাইয়ে দীর্ঘদিনের বান্ধবী রোকুজ্জোকে বিয়ে করেন মেসি। তাদের বড় ছেলের নাম থিয়াগো। আগামী নভেম্বরে পাঁচ বছর বছর পূর্ণ হবে থিয়াগোর। আর ছোটো ছেলে মাতেও গত মাসে পা রেখেছেন দুই বছরে।

রোকুজ্জোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, রোকুজ্জোর পেটে মেসি আর তার দুই ছেলের হাত। ক্যাপশনে লেখা ‘পাঁচ জনের পরিবার।’ এ থেকে বুঝা যায় যে, তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন মেসি।

 

সূত্র: সনি ইএসপিএন

এমআর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি