বাবর আজমের রেকর্ড
প্রকাশিত : ১০:১৪, ১৮ অক্টোবর ২০১৭
একদিনের ক্রিকেটে রীতিমতো রানের বন্যা বইয়ে দিচ্ছেন পাকিস্তানের ব্যাটিং সেনসেশন বাবর আজম। প্রথম ওয়ানডের পর শ্রীলঙ্কার বিরোদ্ধে দ্বিতীয় ওয়ানডেতেও তিন অঙ্কের দেখা পেয়েছেন ২৩ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।
গতকালের সেঞ্চুরির মধ্য দিয়ে সবচেয়ে কম ইনিংসে ৭ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ৭ সেঞ্চুরি করতে মাত্র ৩৩ ইনিংস লেগেছে তার।
এর আগে ৪১ ইনিংসে খেলে ৭টি সেঞ্চুরি করেছিলেন হাশিম আমলা। ৮ ইনিংস কম খেলেই তাকে ছুঁয়ে ফেলেন বাবর। দুর্দান্ত ফর্মে থাকা বাবরের ব্যাটিং গড় বেড়ে দাঁড়িয়েছে ৫৭.২০।
নির্দিষ্ট কোনো দেশে টানা সেঞ্চুরির রেকর্ডও ভেঙ্গে দিলেন বাবর। আমিরাতে সর্বশেষ ৫ ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি। ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে ভারতে টানা ৪টি ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। কোনো নির্দিষ্ট দেশে টানা সেঞ্চুরির রেকর্ড ছিল এটি।
এমআর/এআর