মিরাজের জোড়া আঘাত
প্রকাশিত : ১৬:২২, ২২ অক্টোবর ২০১৭
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে ফিরেই স্পিন জাদু দেখাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। দারুণ শুরু করা দুই দক্ষিণ আফ্রিকান ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন তিনি। দলীয় ১১৯ রানে টেম্বা বাভুমাকে (৪৮) ও ১৩২ রানে কুইন্টন ডি কককে (৭৩) সাজঘরে ফেরান এই স্পিনার। মিরাজের জোড়া আঘাতের পরও অবশ্য বড় সংগ্রহে দিকেই যাচ্ছে স্বাগতিকরা। প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৬ ওভারে ২ উইকেটে ১৬১ রান। অধিনায়ক ডু প্লেসি ২২ ও অভিষিক্ত এইডেন মার্করাম ১৪ রানে অপরাজিত আছেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসি। তামিম ইকবাল ও নাসিরের পরিবর্তে একাদশে ফিরেছেন সৌম্য সরকার ও নাসির হোসেন।
সূত্র : ক্রিকইনফো
এমআর / এআর