টাইগারদের সামনে রানের পাহাড় প্রোটিয়াদের
প্রকাশিত : ১৮:০৯, ২২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:৩৮, ২২ অক্টোবর ২০১৭
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে ৩৭০ রান করতে হবে বাংলাদেশের। টসে জিতে ব্যাট করতে নেমে ৩৬৯ রান সংগ্রহ করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের অসাধারণ শুরু এনে দিয়েছিলেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। উদ্বোধনী জুটিতে ১১৯ রান তুলেন দুজন।
বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মেহেদি হাসান হাসান মিরাজ। ৪৮ রান করা টেম্বা বাভুমাকে লিটনের ক্যাচ বানান তিনি। কিছুক্ষণ পর ৭৩ রান করা ডি কককেও সাজঘরের পথ দেখান মিরাজ। মিরাজের জোড়া আঘাতেও রান-বন্যা থামেনি প্রোটিয়াদের। অধিনায়ক ফাফ ডু প্লেসি ও অভিষিক্ত এইডেন মার্করাম স্বাগতিকদের নিয়ে যায় বড় সংগ্রহের দিকে। ৬৭ বলে ৯১ রান করে রিটায়ার্ড হার্ট না হলে ডু প্লেসি পেয়ে যেতে পারতেন শতকও।
৬০ বলে ৬৬ করে রান আউট হয়েছেন মার্করাম। তবে এ ম্যাচে সুবিধা করতে পারেন নি আগের ম্যাচে ঝড় তোলা এ বি ডি ভিলিয়ার্স। ১৫ বলে ২০ রান করেই থামেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। শেষ দিকে কাগিসো রাবাদার ১১ বলে অপরাজিত ২৩ ও ফারহান বিয়ারডিয়েনের ২৪ বলে অপরাজিত ৩৩ রানের কল্যাণে ৫০ ওভার শেষে ৬ উইকেটে ৩৬৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া রুবেল হোসেন দখল করেন এক উইকেট।
সূত্র : ক্রিকইনফো
এমআর/এআর