ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসি-সুয়ারেজকে ছাড়াই বার্সার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ২৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

চলতি মৌসুমে বার্সার হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে ছিলেন মেসি। দেশের হয়েও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে মাঠে ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাই কথা উঠেছিল মেসির বিশ্রাম নিয়ে। অবশেষে সেই বিশ্রাম পেলেন পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়। তৃতীয় সারির ক্লাব রিয়াল মুর্সিয়ার বিপক্ষে মেসিকে ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। লুইস সুয়ারেজও খেলেননি এ ম্যাচে।

তবে দুই তারকাকে ছাড়াই জয়লাভ করেছে বার্সেলোনা। কোপা দেল রের ম্যাচে রিয়াল মুর্সিয়ার মাঠে ৩-০ গোলে জিতেছে বার্সা। এ জয়ের ফলে কোপা দেল রের শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে গেছে গতবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করে খেলতে থাকে দলটি। বিরতির ঠিক আগে সফরকারীদের লিড এনে দেন পাকো আলকাসের।

বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্দ দেউলোফেউ। চার মিনিট পর ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন বার্সেলোনার জার্সিতে অভিষেক হওয়া ২২ বছর বয়সী জোসে আর্নাইজ।

বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভার্দের শিষ্যরা। আগামী ২৯ নভেম্বর বার্সেলোনার মাঠ কাম্প ন্যুতে হবে ফিরতি লেগ।

 

সূত্র : গোলডটকম

এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি