টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ১৮:৩৩, ২৯ অক্টোবর ২০১৭
পচেফট্রমের সেনওয়েজ পার্কে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ফাস্ট বোলার শফিউল ইসলামের জায়গায় দলে ফিরেছেন লিটন দাস। আজকের এ ম্যাচের মধ্যদিয়েই শেষ হতে যাচ্ছে ব্যর্থতা- ভরা দক্ষিণ আফ্রিকা সফর। জয় দিয়ে সফরটা শেষ করতে পারে কিনা সেটাই দেখার বিষয়।
বাংলাদেশের একাদশ
ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
সূত্র : ক্রিকবাজ
/ এমআর / এআর