টি-টোয়েন্টিতেও লঙ্কাকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান
প্রকাশিত : ১০:১৫, ৩০ অক্টোবর ২০১৭
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান। সিরিজ নির্ধারণে তাই এ ম্যাচের ভূমিকা ছিল না। তবে আক্ষরিক অর্থে ম্যাচটি ছিল পাকিস্তানের কাছে ঐতিহাসিক।
এই ম্যাচ দিয়েই আট বছর পর আইসিসির পূর্ণ সদস্যের কোনো দেশ পাকিস্তান সফর করলো। ঘরের মাটিতেও শ্রীলঙ্কা আরো বড় ব্যবধানে হারাল সফরফরাজের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩৬ রানে জয় পেয়েছে পাকিস্তান।
টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮০ রান করে স্বাগতিক পাকিস্তান। জবাবে ৯ উইকেকেট ১৪৪ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।
ফখর জামান ও উমর আমিনের উদ্বোধনী জুটিতে ৫৭ রান তুলে নেয় পাকিস্তান। ২৭ বলে ৩১ রান করা ফখর জামান ফিরলেও উমর আমিন ও বাবর আজম মিলে দলের স্কোরটা বাড়াতে থাকেন। ৩৭ বলে ৪৫ রান করে আউট হন উমর আমিন। এরপর লাহোরে ঝড় তোলেন শোয়েব মালিক। ২৪ বলে পাঁচটি চার ও দুটি ছয়ে ৫১ রান করেন এই অলরাউন্ডার।
শেষের দিকে ফাহিম আশরাফের ৩ বলে ১৩ রানের ঝড়ে ১৮০ রানের বড় সংগ্রহ করে পাকিস্তান। বাবর আজম ৩৪ রানে অপরাজিত ছিলেন।
১৮১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খুব ভালো হয়নি শ্রীলঙ্কার। ৫৭ রানেই চার উইকেটে হারিয়ে বসে সফরকারীরা। তবে দাসুন শানাকার ব্যাটে লড়াইয়ে টিকে থাকে শ্রীলঙ্কা। তবে বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়া অব্যাহত রাখলে ১৪৪ রানেই থেমে যায় লঙ্কানদের ইনিংস। ৫৪ রান করেন শানাকা। এছাড়া চতুরঙ্গ ডি সিলভা ২১ ও সেকুগে প্রসন্ন করেন ১৬ রান। মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ আমির। এছাড়া ফাহিম আশরাফ নেন দুই উইকেট।
ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ হন শোয়েব মালিক।
সূত্র : ক্রিকইনফো
/ এমআর / এআর