টি-টোয়েন্টির দ্রুততম পাঁচ সেঞ্চুরি
প্রকাশিত : ১৬:৫৭, ৩০ অক্টোবর ২০১৭
নিজের দিনে মারকুটে ব্যাটিংয়ে বিশ্বের বাঘাবাঘা বোলারদের ‘খুন’ করেন তিনি। তার বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ধারাভাষ্যকার থেকে শুরু ক্রিকেট ভক্তরা তাকে ডাকেন ‘কিলার’ নামে।
বলছিলাম দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড মিলারের কথা। গতকাল কিলার মিলারের খুনে রূপটা আবারো দেখেছে ক্রিকেট বিশ্ব। বাংলাদেশী বোলারদের কচুকাটা করে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন মিলার।
ভেঙ্গে দিয়েছেন স্বদেশী রিচার্ড লেভির রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৫ বলে শতক হাকিয়েছিলেন লেভি। এক নজরে দেখা নেওয়া যাক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম আরো কয়েকটি সেঞ্চুরি :
রিচার্ড লেভি ১১৭(৫১)
২০১২ সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান রিচার্ড লেভি। ওইদিন লেভির ৫১ বলে ১১৭ রানের ইনিংসের কল্যাণে কিউইদের ১৭৩ রান মাত্র ১৬ ওভারেই টপকে যায় প্রোটিয়ারা।
লি
ফাফ ডু প্লেসি ১১৯ (৫৬)
২০১৫ সালে জোহানেসবার্গে ৫৬ বলে ১১৯ রানের ইনিংস খেলার পথে ৪৬ বলে তিন অঙ্কের দেখা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। তার ইনিংসে ছিল ৫ ছক্কা ও ১১টি চার। ডু প্লেসির এই ইনিংসের ওপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ২৩১ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছিল প্রোটিয়ারা। তবে গেইল-স্যামুয়েলদের ঝড়ে এ ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।
লুকেশ রাহুল ১১০ (৫১)
গত বছরের আগস্টে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি হয়েছিলো যুক্তরাষ্ট্রে। লুকেশ রাহুলের ৪৬ বলে শতকের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ২৪৪ রান করে ভারত। তবে দলকে জেতাতে পারেননি তিনি। এক রানে পরাজয় বরণ করতে হয় ভারতেকে।
অ্যারণ ফিঞ্চ ১৫৬ (৫৬)
২০১৩ সালে সাউদামটনে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৩ বলে ১৫৬ রানের ইনিংস খেলেন অজি উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। এটি এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ওই দিন ৪৭ বলে সেঞুরি করেছিলেন ফিঞ্চ। ১৪টি ছক্কা ও ১১টি চারে এই বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অজি ওপেনার।
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো
/ এমআর / এআর