মাঠে মূত্রত্যাগ : গোলরক্ষককে লালকার্ড
প্রকাশিত : ১০:৩৮, ৩১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:৩৮, ৩১ অক্টোবর ২০১৭
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে লালকার্ড দেখেছেন স্যালফোর্ড সিটির গোলরক্ষক ম্যাক্স ক্রোমবে। শনিবার ব্র্যাডফোর্ড পার্কে ইংল্যান্ডের জাতীয় লীগের ম্যাচে এ ঘটনা ঘঠে। ম্যাচের ৮৭তম মিনিটে প্রস্রাবের বেগ চেপে রাখতে না পেরে গোলপোস্টের বাইরেই কাজ সেরে ফেলেন ক্রোমবে। ম্যাচ রেফারিদের দৃষ্টি এড়ায়নি বিষয়টি। সঙ্গে সঙ্গেই তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
ম্যাচ শেষে ব্র্যাডফোর্ড পার্ক এভিনিউ টুইট টুইট বার্তায় জানায়, ‘আমরা নিশ্চিত করছি, ম্যাচের সময় মূত্রত্যাগ করায় ক্রোমবেকে মাঠের বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে। না, আমরা মজা করছি না।’
অদ্ভুত কারণে লালকার্ড দেখে আলোচনায় উঠে এসেছেন নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের সদস্য ম্যাক্স ক্রোমবে। অনেকেই বলছে শেষ মূহুর্তে দলকে বাঁচাতেই এমনটা করেছেন ক্রোমবে। তিনি যা করেছেন তা একেবারে ভূল কিছু করেননি।
সূত্র : গোলডটকম
এমআর / এআর