বিপিএলের মাঠে থাকছেন পিয়া
প্রকাশিত : ১৭:২০, ১ নভেম্বর ২০১৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জমজমাট এ আয়োজনে থাকছে নানান ধরণের চমক। যারমধ্যে বিপিএলের মাঠে উপস্থাপনা একটি।
এবারের টুর্নামেন্টগুলোতে মাঠে থেকে সরাসরি উপস্থাপনা করবেন মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল।
এ বিষয়ে পিয়া জানান, আগাগোড়া এবার বিপিএলের মাঠে থাকবো। বিশ্বের বড় বড় দেশে গিয়ে মডেলিং করার অভিজ্ঞতা থাকলেও ক্রিকেট উপস্থাপিকার ভূমিকায় এটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।
আগের আসরগুলোতে বিপিএলে উপস্থাপনা করতে দেখা গেছে শিনা চৌহান ও আমব্রিনকে। নতুন করে এবার যুক্ত হচ্ছেন পিয়া। বিপিএলের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।
পিয়া ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এছাড়া ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপাও অর্জন করেন তিনি । জান্নাতুল ফেরদৌস পিয়ার ডাক নাম পিউ।
লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিসে পড়াশোনা সম্পন্ন করে আইনপেশায় রয়েছেন।
এসএ/এআর