ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টি-টোয়েন্টির সেরা পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ২ নভেম্বর ২০১৭

পাকিস্তান ক্রিকেটে বইছে সুবাতাস। কয়েক মাস আগেই সবাইকে তাক লাগিয়ে পাকিস্তান জিতেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। ঘরের মাঠে বিশ্ব একাদশকে ডেকে আনতে পারার পাশাপাশি তাদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে মিকি আর্থারের শিষ্যরা। মাঝখানে টেস্টে শ্রীলঙ্কার কাছে হারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। লাহোরে সাফল্যের সাথে শেষ টি-টোয়েন্টি আয়োজন করতেও সক্ষম হয়েছে পাকিস্তান। সবশেষে আরো একটি সাফল্য ধরা সরফরাজদের হাতে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল এখন আমির-হাফিজ-সরফরাজদের পাকিস্তান।

গতকাল প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১২৪ র‌্যাটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাকিস্তান। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের র‌্যাটিং পয়েন্ট ১২১। ‍টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অবস্থান তিনে। এছাড়া চারে রয়েছে ইংল্যান্ড। ভারতের অবস্থান পাঁচ-এ। ৭৬ র‌্যাটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান দশ-এ। ৮৬ র‌্যাটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের আগে রয়েছে আফগানিস্তান। আফগানদের অবস্থান নবম স্থানে।

সূত্র : আইসিসি

এমআর/ডব্লিউএনা


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি