ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এক ম্যাচে ১৩৬টি ওয়াইড বল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৪৭, ৩ নভেম্বর ২০১৭

এক ম্যাচেই ১৩৬টি ওয়াইড বল! শুনে অবাক হওয়ারই কথা। গতকাল বুধবার ভারতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটের একটি টুর্নামেন্টে এই লজ্জার রেকর্ডটি হয়েছে।

ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে বিসিসিআই অনূর্ধ্ব-১৯ নারী ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিল নাগাল্যান্ড ও মণিপুর। সে ম্যাচে দুই দলের ক্রিকেটাররা ১৩৬টি ওয়াইড বল করেছেন। মণিপুরের খেলোয়াড়রা দিয়েছেন ৯৪টি এবং নাগাল্যান্ডের ক্রিকেটাররা ৪২টি ওয়াইড বল করেন।

অবশ্য নাগাল্যান্ড ১১৭ রানের বড় ব্যবধানে ম্যাচটি জিতেছে। নাগাল্যান্ড ৩৮ ওভারে ২১৫ রান করে। জবাবে ৯৮ রানেই অলআউট হয়ে যায় মণিপুর।

আন্তর্জাতিক ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ ৪৩টি ওয়াইড বল হয়েছে ১৯৯৯ সালে পাকিস্তান ও স্কটল্যান্ড ম্যাচে। সে ম্যাচে পাকিস্তানের বোলাররা দিয়েছিলেন ১৪টি ওয়াইড। আর স্কটল্যান্ডের বোলাররা ২৯টি। আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও এই লজ্জার রেকর্ডকে পাকিস্তান-স্কটল্যান্ডকে ছাড়িয়ে গেছে নাগাল্যান্ড ও মনিপুর।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি