ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপিএল-২০১৭

মাঠে নামছে কুমিল্লা ও খুলনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সিলেটে ‍শনিবার শুরু হয়ে গেছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় মহাযজ্ঞ বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছে বিপিএলের নতুন দল সিলেট সিক্সার্স। নিজেরদের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নাইটসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে নাসির হোসেনের দল।

দিনের অপর ম্যাচে গতবারের রানারআপ রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছে মাশরাফির রংপুর রাইডার্স।

দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আবারো মাঠে নামছে সিলেট সিক্সার্স।

স্বাগতিকদের প্রতিপক্ষ তৃতীয় আসরের শিরোপা জয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দিনের অপর ম্যাচে সন্ধা ৭টায় বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙ্গা টেলিভিশন।

 

/ এমআর / এআর

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি