অঘোষিত ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
প্রকাশিত : ১৯:১৭, ৭ নভেম্বর ২০১৭
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের মত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিও অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত ও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড জেতায় আজকের ম্যাচেই নিষ্পত্তি হবে সিরিজে।
দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৫৩ রানে জিতেছিল ভারত। আর রাজকোটে দ্বিতীয় ম্যাচে কলিন মুনরোর সেঞ্চুরি ও ট্রেন্ট বোল্টের ৪ উইকেটের কল্যাণে ৪০ রানের বিশাল জয় পায় কিউইরা।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কেরালার ত্রিভান্দামের গ্রিনফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান।
সূত্র : ক্রিকইনফো
এমআর / এআর