ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিপিএল-২০১৭

সিলেট পর্বের শেষ দিনে মাঠে নামছে যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৫৮, ৮ নভেম্বর ২০১৭

আজ শেষ হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ( বিপিএল ) পঞ্চম আসরের সিলেট পর্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস।

দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টায় স্বাগতিক সিলেটকে মোকাবেলা করবে দক্ষিণের দল খুলনা টাইটান্স। ম্যাচ ‍দুটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও মাছরাঙা টেলিভিশন।

মাশরাফি মুর্তজার রংপুর রাইডার্সের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছেন তারা। আর চিটাগাংয়ের শুরুটা হয়েছে পরাজয় দিয়ে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ভালো সূচনার পরও হেরেছে মিসবাহ-উল-হকের ভাইকিংস।

স্বাগতিক সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সের ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে সিলেট পর্বের। দুর্দান্ত ফর্মে থাকা সিলেটকে থামাতে পারবে কি না মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স-সেটাই দেখার বিষয়। তিন ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নাসির হোসেনের সিলেট। অন্যদিকে খুলনা রয়েছে পয়েন্ট টেবিলের সবার নিচে।

সিলেট পর্ব শেষে হোম ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এবারের আসরের দ্বিতীয় পর্ব।

 

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি