ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউরোপ-সেরা একাদশে মেসি, নেই রোনালদো-নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

এ মৌসমের ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরা একাদশ ঘোষণা করেছে বিশ্বের জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট ‘গোলডটকম’। একাদশে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন তারকা পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। তবে জায়গা হয়নি পাঁচবারের আরেক বর্ষসেরা ফুটবলার পর্তুগিজ ও রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। একাদশে নাম নেই চলতি মৌসুমে দলবদলের রেকর্ড গড়া ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও।

বার্সেলোনা, পিএসজি ও ম্যানচেস্টার সিটির দুইজন করে ফুটবলার রয়েছেন গোলডটকমের ঘোষিত একাদশে। একজন করে রয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদ, চেলসি, ইন্টার মিলান, নাপোলি এবং লাজিওয়ের খেলোয়াড়। 

ইউরোপিয়ান সেরা একাদশ

গোলরক্ষক : জ্যান অবলাক (অ্যাথলেটিকো মাদ্রিদ)।

ডিফেন্ডার : স্যামুয়েল উমিতি (বার্সেলোনা), চেজার আসপিলিকুয়েতা (চেলসি), দানি আলভেজ (পিএসজি), মিলান স্কিরিনার (ইন্টার মিলান)।

মিডফিল্ডার : লেরয় সানে (ম্যানচেস্টার সিটি), জর্জিনহো (নাপোলি), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি)

ফরোয়ার্ড : লিওনেল মেসি (বার্সেলোনা), এডিসন কাভানি (পিএসজি), সিরো ইমমোবিলে (লাজিও)।

সূত্র : গোলডটকম

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি