বিপিএল-২০১৭
ঢাকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে খুলনা
প্রকাশিত : ১৩:৫৫, ১৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৫:১০, ১৪ নভেম্বর ২০১৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ঢাকা পর্বের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ান স্বাগতিক ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ব্যাটিংবিপর্যয়ে পড়েছে খুলনা টাইটান্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে শুরুটাও দুর্দান্ত করেছে স্বাগতিকরা।
প্রতিবেদন লেখার সময় খুলনার সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেটে ৪৭ রান। সাকিব, আবু হায়দার রনি ও সুনীল নারাইন ১টি করে উইকেট পেয়েছেন। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলে রুশো ৮ ও টাইটান্স দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ ২ রানে ব্যাট করছেন।
সূত্র : ক্রিকইনফো
এমআর