ইতালির কোচ বরখাস্ত
প্রকাশিত : ১০:২৭, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:১৬, ১৬ নভেম্বর ২০১৭
সুইডেনের কাছে হেরে ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারছে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় অবসর নিয়েছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক বুফনসহ আরো তিন সিনিয়র ফুটবলার। আর এবার বরখাস্ত হলেন দলটির কোচ জামপিয়েরো ভেনতুরা।
প্লে-অফের প্রথম ম্যাচে সুইডেনের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ ব্যবধানে হেরে যায় ইতালি। দ্বিতীয় লেগে ঘরের মাঠ সান সিরোতে গোলশূন্য ড্র হওয়ায় রাশিয়া বিশ্বকাপ থেকেই ছিটকে পড়তে হয়েছে বুফন-বুনচ্চি-চিয়েল্লিনিদের। ম্যাচ শেষে বুফনের সঙ্গে ফুটবলকে বিদায় জানান ড্যানিয়েল ডি রসি, জর্জিও কিয়েলিনি ও আন্দ্রেয়া বারজাগলি। আর ব্যর্থতার কারণে এবার বরখাস্ত হলেন কোচ জামপিয়েরো ভেনতুরা।
ভেনতুরাকে বরখাস্ত করা নিয়ে ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি কার্লো তাবেচ্চিও জানান, আমি ভেনতুরার সঙ্গে কথা বলেছি, তার সেবা আমাদের আর প্রয়োজন নেই।
নতুন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ কার্লো আনচেলত্তির নাম শোনা যাচ্ছে।
সূত্র : বিবিসি
এমআর