জাতীয় সঙ্গীতের সময় চুইংগাম চিবিয়ে বিতর্কে কোহলি
প্রকাশিত : ১২:৫০, ১৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৫:০১, ১৭ নভেম্বর ২০১৭
পারভেজ রসুলের পর এবার `চুইংগাম বিতর্কে` জড়ালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইডেন গার্ডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত চলাকালীন চুইংগাম চিবোনোর অভিযোগ উঠেছে কোহলির বিরুদ্ধে। জাতীয় সঙ্গীত শুরু হতেই বিরাট কোহলির দিকে ক্যামেরা যায়। সেখানেই ধরা পড়েছে বিরাটের চুইংগাম চিবোনোর মুহূর্ত। পরে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকের সময় একই বিতর্কে জড়িয়েছিলেন জম্মু এবং কাশ্মীরের ক্রিকেটার পারভেজ রসুল। যদিও তিনি ক্রিকেটে ফোকাস থাকার কথা বলে গোটা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বছরের শেষের দিকে। এবার অভিযুক্ত খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলি।
সূত্র : জি নিউজ
এমআর