ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজশাহীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ১৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৫১, ১৭ নভেম্বর ২০১৭

প্রথম চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় দিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে রাজশাহী কিংস। ঘুরে দাঁড়ানোর জন্য আজ শুক্রবার সিলেট সিক্সার্সের বিপক্ষে জয়টা খুব করেই দরকার মুশফিকুর রহিম-ড্যারেন স্যামিদের দলের। সে লক্ষ্যে শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক স্যামি।
রাজশাহী পয়েন্ট তালিকায় সবার নিচে থাকলেও দারুণ নৈপুণ্য দেখিয়ে পরবর্তী রাউন্ডের দিকে অনেকখানি এগিয়ে গেছে সিলেট সিক্সার্স। ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। আজ রাজশাহীর বিপক্ষে জয় পেলে তারা আরো কয়েকধাপ এগিয়ে যাবে পরবর্তী রাউন্ডের দিকে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি