ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

নেইমারের প্রশংসায় জিনেদিন জিদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:৩৩, ১৮ নভেম্বর ২০১৭

কয়েক মাস আগেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। এবার তাকে নিয়ে গুঞ্জন উঠেছে যে, তিনি নাকি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। নেইমার রিয়ালে যাবে কিনা সেটা সময়ই বলবে। তবে নেইমার যে খুব ভালো ফুটবলার সেটা জানিয়ে দিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। ‘মাদ্রিদ ডার্বি’ সামনে রেখে সংবাদ সম্মেলনে নেইমার সম্পর্কে জিদান বলেন, নেইমার খুবই ভালো একজন ফুটবলার।

গত আগস্টে ২২ কোটি ২০ মিলিয়ন ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান রিয়ালে যোগ দিলে সময়ের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে একই দলে দেখা যাবে তাকে। জিদান অবশ্য এখনই অতসব ভাবতে রাজি নন। তিনি বলেন, এ নিয়ে আসলে কোনো কথা নেই। এখন আমাদেরকে আজকের দিকে মনোযোগ দিতে হবে।

সূত্র : গোলডটকম

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি