সেমিফাইনালে ফেদেরারের হার
প্রকাশিত : ১৪:৩৯, ১৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৫০, ২০ নভেম্বর ২০১৭
গ্রুপ সব ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠেছিলেনর সাবেক নম্বর টেনিস খেলোয়াড় রজার ফেদেরার। তবে শেষ চারে এসে থেমে গেলো ফেদেরারের জয়রথ। এটিপি ফাইনালসের সেমিফাইনালে ডেভিড গোফিনের কাছে ২-৬, ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত হন এ টেনিস কিংবদন্তি।
২০১২ সালে সর্বশেষ মেজর কোনো শিরোপার স্বাদ পেয়েছিলেন ফেদেরার। এর পরের পাঁচটা বছর ইনজুরি আর ফর্মহীনতায় ভুগছিলেন তিনি। তবে চলতি মৌসুমেই যেনো স্বরুপে ফেরেন বিশ্ব টেনিস র্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। দুটি গ্র্যান্ডস্লাম ছাড়াও বেশ কয়েকটি ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি।
এদিকে ১৯টি গ্র্যান্ডস্লামের মালিক ফেদেরারকে হারিয়ে দারুণ রোমাঞ্চিত ডেভিড গোফিন। ম্যাচ শেষে টুর্নামেন্টের সপ্তম বাছাই গোফিন মহা খুশি। আনন্দে ভাষা হারিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি।
সূত্র : স্পোর্টিং লাইফ
এমআর