রুমানা-খাদিজাও সুযোগ পেলেন বিগ ব্যাশে
প্রকাশিত : ২৩:৪৮, ২০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:৩৫, ২১ নভেম্বর ২০১৭
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে এতদিন বাংলাদেশ থেকে শুধু খেলেছেন সাকিব আল হাসান। এবার সাকিবের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও দু’জন খেলোয়ার। তারা হলেন বাংলাদেশের নারী ক্রিকেটার- রুমানা আহমেদ এবং খাদিজাতুল কুবরা।
দেশের এই দুই নারী ক্রিকেটার সেখানে খেলবেন আলাদা দুই দলে। বাংলাদেশ দলের অধিনায়ক রুমানা খেলবেন ব্রিজবেন হিটে আর খাদিজাতুল কুবরা খেলবেন মেলবোর্ন স্টারসে। বিগ ব্যাশে খেলার উদ্দেশ্যে রুমানা আগামী ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়া যাবেন। আর খাদিজা যাবেন ১৬ ডিসেম্বর।
বিগ ব্যাশে সুযোগ পাওয়ায় রুমানা বলেন, খুব ভালো লাগছে যে, বিগ ব্যাশে খেলতে পারবো। এই সুযোগ এটাই প্রমাণ করে আমরা ধীরে ধীরে উন্নতি করছি।
খাদিজা বলেন, বিসিবির কাছ থেকে শুনেছি, বিগ ব্যাশে সুযোগ পাওয়ার। সেখানে গিয়ে ভাল করার ব্যাপারে আশাবাদী আমি।
তবে এরই মধ্যে বাংলাদেশ নারী দলের ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার জন্য ২৩ নভেম্বর ভারত সফরে যাওয়ার কথা নারী ক্রিকেটারদের। তাদের সফর শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর।
আর/টিকে