শুরু হলো ডেন্টাল কলেজ ক্রিকেট টুর্নামেন্ট
প্রকাশিত : ১৭:৫৪, ২১ নভেম্বর ২০১৭
তৃতীয়বারের মতো জাঁকজমকভাবে শুরু হল ন্যাশনাল ইন্টারডেন্টাল কলেজ ক্রিকেট টুর্নামেন্ট। এবারের আয়োজক কলেজ মেন্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতাল। বাংলাদেশের ১৪টি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ১৪টি দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) টুর্নামেন্টটির পর্দা উঠেছে। মেন্ডি ডেন্টাল কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হচ্ছে।
গত ১৬ নভেম্বর এ প্রতিযোগিতার লোগো উন্মোচন, দল পরিচিতি ও এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবুল কাসেম, মহাসচিব ডা. হুমায়ন কবির বুলবুল, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবুল কালাম বেপারীসহ অন্যান্য ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অধ্যক্ষবৃন্দ।