অ্যাশেজ সিরিজ
ব্যাটিংয়ে ইংল্যান্ড
প্রকাশিত : ১০:৪৯, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ২১:৩৬, ২৩ নভেম্বর ২০১৭
বহুল প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজ আজ অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হয়েছে। বাংলাদেশ সময় ভোর ৬ টায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড দলপতি জো রুট। শুরুটা অবশ্য ভালো হয়নি সফরকারীদের। মাত্র দুই রানেই সাজঘরে ফিরে যান অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। মিচেল স্টার্কের বলে পিটার হ্যান্ডকম্বকে ক্যাচ দিয়েছেন তিনি। প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৭৫ রান। জেমস ভিন্স ৪৩ ও স্টোনম্যান ৩০ রানের ব্যাট করছেন।
ইংল্যান্ড একাদশ :
অ্যালিস্টার কুক, মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, মঈন আলী, জনি রেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওয়াকস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক বল, জেমস অ্যান্ডারসন।
অস্ট্রেলিয়া একাদশ :
ডেভিড ওয়ার্নার, ক্যামেরন বেনক্রফট, উসমান খাঁজা, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, শন মার্শ, টিম পেইন (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, নাথান লায়ন।
সূত্র : ক্রিকইনফো
/এমআর