ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে নেওয়া কোচের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:২১, ২৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

হন্ডুরাসকে হারিয়ে কিছুদিন আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দলকে বিশ্বকাপে তোলার ক্ষেত্রে দলটির কোচ পোস্তেকোগলুর রয়েছে অসামান্য অবদান। কিন্তু সেই পোস্তেকোগলুই  অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন।

আবেগ প্রবণ পোস্তেকোগলু বলেন, আমার কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা ছিল। সকারুদের কোচ হিসেবে আমার অধ্যায় শেষ হচ্ছে। আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিলো এটা। দলকে বিশ্বকাপে তোলাটা মোটেও সহজ ছিলোনা। ইতালি, চিলি, নেদারল্যান্ডসের মতো দলগুলো যা পারেনি, আমরা সেটা করে দেখিয়েছি। মনে হয় এখনই বিদায় বলার মোক্ষম সময়।

আগামী বছরের মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার সময় যখন ঘনিয়ে এসেছে তখনই আচমকা অবসর নিলেন পোস্তেকোগলু। 

সূত্র : দ্য গার্ডিয়ান 

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি