ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

স্মিথের ব্যাটে অস্ট্রেলিয়ার প্রতিরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ২৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ২০:২৬, ২৪ নভেম্বর ২০১৭

ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সফরকারী ইংল্যান্ডকে ৩০২ রানে অলআউট করেছে অস্ট্রেলিয়া। শেষ ৫৬ রানের বিনিময়ে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছে অজিরা। তবে ব্যাটিং করতে নেমেই চাপে পড়ে স্টিভ স্মিথের দল। ৭৬ রান তুলতেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। সাজঘরে ফিরে যান ডেভিড ওয়ার্নার, বেনক্রফট, উসমান খাঁজা ও পিটার হ্যান্ডসকম্ব।

তবে ধুকতে থাকা অস্ট্রেলিয়াকে পথ দেখাচ্ছেন অধিনায়ক স্মিথ ও শন মার্শ। প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৬৩ রান। দুজনে ইতোমধ্যে ৮৭ রানের জুটি গড়ে ফেলেছেন। স্মিথ ৬৩ ও শন মার্শ ৪৩ রানে ব্যাট করছেন।

 

সূত্র : ক্রিকইনফো

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি