ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

অ্যাশেজ সিরিজ

জয়ের পথে অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৪৭, ২৭ নভেম্বর ২০১৭

ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিন শেষে জয় দেখছে স্বাগতিক অস্ট্রেলিয়া। পঞ্চম ও শেষ দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৫৬ রান। হাতে আছে পুরো ১০ উইকেট। ২ উইকেটে ৩৩ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। মিচেল স্টার্ক, জস হ্যাজলউড ও নাথান লায়নের দুর্দান্ত বোলিংয়ে ১৯৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ইংলিশ অধিনায়ক জু রুটের ব্যাট থেকে সর্বোচ্চ ৫১ রান আসে। এছাড়া জনি বেয়ারস্টো ৪২ ও মঈন আলী ৪০ রান করেন। স্টার্ক, হ্যাজলউড ও লায়ন প্রত্যেকে ৩টি করে উইকেট লাভ করেন।

প্রথম ইনিংসে ২৬ রানের লিডের ফলে অজিদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০। এই রান তাড়া করতে গিয়ে দুর্দান্ত শুরু করে দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট। চতুর্থ দিন শেষে ১১৪ রান করে অবিচ্ছিন্ন আছেন দুজন। ডেভিড ওয়ার্নার ৬০ ও বেনক্রফট ৫১ রানে অপরাজিত আছেন। 

পঞ্চম ও শেষ দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৫৬ রান। হাতে আছে পুরো ১০ উইকেট। নাটকীয় কিছু না ঘটলে হেসে খেলেই জিতবে অস্ট্রেলিয়া।

সূত্র : ক্রিকইনফো

//এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি