ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তামিমের কাছে হারলেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ২৯ নভেম্বর ২০১৭

বন্ধু তামিম ইকবালের কাছেই হারতে হলো সাকিব আল হাসানকে। বাংলাদেশের ক্রিকেটে তারা দু’জন বড় তারকা। দু’জনের মধ্যে বন্ধুত্বটাও দারুণ।

বুধবার বিকেলে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় সাকিবের ঢাকা ডায়নামাইটস এবং তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ানস। খেলার শেষ ওভারে সাইফ উদ্দিনের ম্যাজিকে ১২ রানে বিজয় ছিনিয়ে নেয় তামিম ইকবালের দল।

১৬৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার বোলারদের তোপের মুখে পড়ে ঢাকা ডায়নামাইটস। দলীয় ১৩ রানের মাথায় এভিন লুইসকে (৬) লিটন দাসের গ্লাভসবন্দি করেন শোয়েব মালিক। দলের এমন মুহুর্তে ঘুরে দাঁড়াতে গিয়ে আরও একটি উইকেট হারায় ঢাকা। ৯ রান করে রান-আউট হয়ে যান সাদমান ইসলাম।

সাকিবও দলের জন্য তেমন কিছু করতে পারেননি। মাত্র ৭ রান করে ডুয়াইন ব্র্যাভোর বলে আউট হয়ে ফিরে যান। এরপর ৫ রান করে ব্র্যাভোর বলেই আউট হয়ে যান সুনীল নারাইন।

একপ্রান্তে খেলা ধরে রাখা ওপেনার ড্যানলিকে সাইফ উদ্দিন বোল্ড করে দিলে বিপাকে পড়ে যায় সাকিবের দল। ড্যানলি ৩৯ বলে ৬টি চার ও ২টি ছক্কার মাধ্যমে ৪৯ রান করেন। এরপর বিপদের মুহূর্তে দলের হাল ধরতে আসেন মোসাদ্দেক। ১৩ বলে ১৭ রান করে তিনিও রান-আউট হয়ে যান।

২১ বলে ২৭ রান করা কায়রন পোলার্ডকে বোল্ড করে দিয়ে ঢাকার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ডোয়াইন ব্র্যাভো। সেই মুহূর্তে হাসান আলীর করা ১৯তম ওভারে পরপর তিনটি বাউন্ডারি মেরে ম্যাচ জমিয়ে তোলেন জহুরুল ইসলাম। জয়ের জন্য শেষ ওভারে ঢাকার দরকার ছিল ২১ রান। কিন্তু মারমুখী জহুরুল ১৭ রান করে সাইফ উদ্দিনের বলে বোল্ড হয়ে যান। স্লগ ওভারে বেদম মার খেয়ে দুর্নাম অর্জন করা সাইফ উদ্দিনই আজ বল হাতে কুমিল্লাকে জয়ের বন্দরে নিয়ে যান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার ৬ উইকেটে ১৬৭ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস মিলে ৬০ রানের উদ্বোধনী জুটি উপহার দেন। কোনোমতেই জুটিতে ভাঙন ধরাতে পারছিলেন না ঢাকার বোলাররা। শেষ পর্যন্ত ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানের ঘূর্ণিতে ক্যাচ দেন কুমিল্লা অধিনায়ক তামিম। গতকালই অপরাজিত হাফ সেঞ্চুরি করা তামিম আজ ২৩ বলে ৩৭ রান করেন।

কুমিল্লার দূর্গে দ্বিতীয় আঘাতটাও হানেন সাকিব। তার বলে ৩০ বলে ৩ বাউন্ডারিতে ৩৪ রান করা ওপেনার লিটন দাস উইকেটকিপার জহুরুলের গ্লাভসে ধরা পড়েন। দারুণ খেলতে খেলতে ২৪ বলে ২ চার ১ ছক্কায় ২৬ রান করা ইমরুল কায়েস কুপারের বলে পোলার্ডের তালুবন্দী হন। সেই মুহূর্তে ব্যাট হাতে ঝড় তোলেন মারলন স্যামুয়েলস।

তার ২৭ বলে ৫ চার ২ ছক্কায় গড়া ৩৯ রানের ইনিংসটি থামে কুপারের করা ১৯তম ওভারের দ্বিতীয় বলে। পরের বলেই জশ বাটলারকে (৪) পোলার্ডের তালুবন্দি করেন কুপার। রান-আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন ডোয়াইন ব্র্যাভো (৬)।

খেলার শেষদিকে শোয়েব মালিক (৯*) আর হাসান আলীর (৮*) ছক্কায় ১৬৭ রান সংগ্রহ করে জয় ছিনিয়ে আনেন তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস।

 

এসি/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি