৯০ভাগ বোলারই আইসিসির পরীক্ষায় নিষিদ্ধ হবে : আজমল
প্রকাশিত : ১৮:১৬, ৩০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:৪৮, ১ ডিসেম্বর ২০১৭
সদ্য সাবেক হওয়া পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল অভিযোগ করে বলেছেন, আইসিসির নিয়ম এতটা কঠিন যে, এখন যেসব বোলার আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন, ৯০ ভাগ বোলারই পরীক্ষায় নিষিদ্ধ হবে। আইসিসি পরীক্ষা পদ্ধতির সমালোচনা করে আজমল বলেন, কোনো কোনো বোলারের শারীরিকভাবেই কিছু সমস্যা থাকে। তবে কোন বোলারের কোন দুর্ঘটনার কারণেও কনুইয়ে সমস্যা থাকতে পারে। আইসিসি তা আমলে নেয় না।
৩৫ টেস্টে ১৭৮ উইকেট শিকারী এ বোলার সবসময়ই দাবি করে আসছিলেন যে, একটি সড়ক দূর্ঘটনার জন্য তার কনুই স্বাভাবিকের থেকে বেশি বেঁকে যায়। জাতীয় টি২০ চ্যাম্পিয়ানশীপে ফায়সালাবাদের হয়ে শেষ বার গতকাল বুধবার সবুজ ঘাসে নামেন এই স্পিনার। আনর্জাতিক ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্বের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে না পারার আক্ষেপও করেন আজমল। নিজের ক্যারিয়ারের দুঃসময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও পাশে পাননি বলে অভিযোগ করেন তিনি।
আজমল বলেন, আমার বোলিং একশনের ওপর যখন আইসিসি নিষিদ্ধারোপ করল তখন বোর্ড আমার পাশে ছিল না। অন্তত তারা একবার আপীল করটে পারত।
উল্লেখ্য, ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবিতে ওয়ানডে সিরিজের সময় প্রথম বার বোলিং একশনের কারণে আইসিসি’র নিষেধাজ্ঞার কবলে পরেন সাঈদ আজমল। এরপর ২০১৪ সালে গ্যালেটে শ্রীলংকার বিপক্ষে টেস্টের সময় দ্বিতীয়বারের মতো তার বোলিং একশনে সন্দেহ প্রকাশ করে আইসিসি। তার বিরুদ্ধে চাকিং এর অভিযোগ আনা হয়। এরপর ২০১৫-তে শুধরানো বোলিং একশন দিয়ে ক্রিকেটে ফিরলেও আগের সেই ধার তার বোলিং-এ আর দেখা যায় না।
আজমল জানান, অবসরের পরেও সে ক্রিকেটের সাথেই থাকবেন। গণমাধ্যমকে তিনি জানান যে, তিনি ইতোমদ্যে লেভেল-২ কোচিং প্রশিক্ষণ শেষ করেছেন। আগামীতে কোচ হিসেবেই কাজ করার ইচ্ছা তার।
সূত্রঃ এনডিটিভি
//এস এইচ এস// এআর