প্রথমবারের মতো দিবারাত্রির অ্যাশেজ
প্রকাশিত : ২৩:৩৯, ১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২৩:৫১, ১ ডিসেম্বর ২০১৭
অ্যাডিলেডে অ্যাশেজের এ মৌসুমের দ্বিতীয় টেস্টে শনিবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এ টেস্টটি দুই দলের জন্যই ঐতিহাসিক ম্যাচ। কারণ অ্যাশেজে প্রথমবারের মতো দিবারাত্রির ম্যাচ হতে যাচ্ছে।
দিবারাত্রির এ টেস্টে অবশ্য ফেভারিট অস্ট্রেলিয়াই। এর আগে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে দিবারাত্রির তিনটি টেস্ট খেলেছে তারা। সব কয়টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। আর অ্যাডিলেড ওভালে ২০১০ সালের পর হারেনি অস্ট্রেলিয়া।
তবে এক টেস্ট পিছিয়ে পড়ার পর দিবারাত্রির এ টেস্টকে ঘিরে আশার জাল বুনতে পারে ইংলিশরাও। তাদের প্রথম টেস্টের ইতিবাচক দিক ছিল জেমস ভিন্সের ব্যাটিং কারিশমা। তার মধ্যে প্রথম ইনিংসে তারা লড়াই করার মতো পুঁজি পেয়েছিল জো রুট আর অ্যালিস্টার কুক ব্যর্থ হওয়ার পরও। দ্বিতীয় টেস্টে তারা জ্বলে উঠলে ফলটা অন্যরকম হতে পারে।
/ডিডি/এসএইচ