ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাশিয়া ফুটবল বিশ্বকাপের গ্রুপ চার্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫০, ১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:০৮, ২ ডিসেম্বর ২০১৭

বিশ্বকাপ ফুটবলের সময় যতো ঘনিয়ে আসছে, দর্শকদের উম্মাদনাও তত বড়ছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে শুরু হয়েছে। এবারের বিশ্বকাপের ড্র সঞ্চালনার দায়িত্ব পালন করছেন সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার। তার সঙ্গে রয়েছেন রাশিয়ার ক্রীড়া সাংবাদিক মারিয়া কোমান্দনায়া।

ড্র অনুষ্ঠানে সহযোগিতার জন্য মঞ্চে উঠবেন, আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলের কাফু, ইতালির ফাবিও ক্যানাভারো, উরুগুয়ের ডিয়েগো ফোরলান, স্পেনের কার্লোস পুয়োল, ফ্রান্সের লরাঁ ব্লাঁ, ইংল্যান্ডের গর্ডন ব্যাঙ্কস ও রাশিয়ার নিকিতা সিমোনিয়ান। এ ছাড়া দেশ–বিদেশের খ্যাতনামা ফুটবলার, কোচ ও সংবাদকর্মীরা উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যর মাধ্যমেই উদ্বোধনী শুরু হয়। এরপর বক্তব্য দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এক নজরে রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ :

‘এ’ গ্রুপ : রাশিয়া, সৌদি আরব, মিসর, উরুগুয়ে।

‘বি’ গ্রুপ : পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান।

‘সি’ গ্রুপ : ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক।

‘ডি’ গ্রুপ : আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া।

‘ই’ গ্রুপ : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।

‘এফ’ গ্রুপ: জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।

‘জি’ গ্রুপ : বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া, ইংল্যান্ড।

‘এইচ’ গ্রুপ : পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান।

 

এসি/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি