পেলের কপালে ম্যারাডোনার চুমু
প্রকাশিত : ১১:৪৭, ৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৫৮, ৩ ডিসেম্বর ২০১৭

পেলে ও ম্যারাডোনা, বিশ্ব ফুটবলের জীবন্ত দুই কিংবদন্তি। একজন ব্রাজিলের আরেকজন আর্জেন্টিনার। ফুটবলীয় নৈপুণ্যে অসাধারণ সব কীর্তি গড়ে দু’জনই নিজ নিজ দেশকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। দুজনে কোনোদিন সমসাময়িক ফুটবলার নন। তবু সেরার প্রশ্নে বারবার এক কাতারে চলে আসেন পেলে-ম্যারাডোনা। একে অপরকে কথার তীরেও বিদ্ধ করেছেন অনেক সময়। কিন্তু অতীতের সব ধারণাই যেনো বদলে দিলো একটি রাত! হ্যাঁ, রাশিয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফুটবল দুনিয়া দেখলো সম্পূর্ণরুপে ব্যতিক্রমী এক চিত্র! যা হয়ত কেউ কল্পনাও করেনি কোনোদিন! ব্রাজিলের কিংবদন্তি পেলেকে অভিনব ভঙ্গিমায় অভিবাদন জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা!
১৯৮৬ বিশ্বকাপের নায়ক ম্যারাডোনা তখন মঞ্চে। আর পেলে দর্শকাসনে। একটা সময় ম্যারাডোনা গিয়ে পেলের কপালে স্নেহচুম্বন এঁকে দেন। পাশে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, গর্ডন ব্ল্যাঙ্কস, লোথার ম্যাথাউস, কানুর মতো কিংবদন্তিরা।
মস্কোয় শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানে আটটি গ্রুপের দল ঠিক হয়। সেখানে পেলে-ম্যারাডোনা ছাড়াও উপস্থিত ছিলেন কাফু, কার্লোস পুয়োল, লরা ব্লাঁ, গর্ডন ব্যাঙ্কস, ফ্যাবিও ক্যানাভারো, নিকিতা সিমোনিয়ান, ডিয়েগো ফোরলানদের মতো সাবেকরা। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন ১৯৮৬ সালের গোল্ডেন বুট বিজয়ী তারকা গ্যারি লিনেকার।
সূত্র : দ্য ডেইলি মেইল
/এমআর