স্টোকসকে অ্যাশেজে চান না পিটারসেন
প্রকাশিত : ২০:০৬, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:২৯, ৪ ডিসেম্বর ২০১৭
শৃঙ্খলা জনিত কারণে অ্যাশেজ খেলতে পারছেন না বেন স্টোকস। এ নিয়ে অনেকে অনেক কথা বললেও চুপ ছিলেন কেভিন পিটারসেন। এবার স্টোকসকে নিয়ে মুখ খুললেন পিটারসেন। পরিষ্কার জানিয়ে দিলেন, শৃঙ্খলা ভাঙা বেন স্টোকসকে কিছুতেই অ্যাশেজ সিরিজের দলে দেখতে চান না তিনি।
গত সেপ্টেম্বরে ব্রিস্টলে নাইটক্লাবের সামনে মারামারি করেন স্টোকস। ব্যাপারটা পুলিশি তদন্ত পর্যন্ত গড়ায়। তদন্ত চলমান থাকায় চলতি অ্যাশেজে খেলতে পারছেন না স্টোকস। এখনও অবশ্য তিনটি টেস্ট বাকি আছে। ইংলিশ অলরাউন্ডারের তাই ফেরার সম্ভাবনা আছে।
পিটারসেন বলেন, এই সফরে স্টোকসকে নেয়াটা ভুল হবে।
সূত্র : দ্য সিডনি মর্নিং হেরাল্ড
/এমআর