ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভেঙ্গে দেওয়া হয়েছে ‘মেসির দুই পা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ৪ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:২৯, ৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বুয়েনেস এইরেসের রিও ডি লা প্লাতা নদীর তীরে গ্লোরি ওয়াকওয়েতে বসানো মেসির ভাস্কর্যটি আবারও ভাঙচুর করা হয়েছে। এতে ভেঙে গেছে মেসির ভাস্কর্যটির দুটি পা।

২০১৬ সালের জুনে মেসির এই ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন বুয়েনেস এইরেসের মেয়র হোরাসিও রদ্রিগেজ লারেত্তা। আর্জেন্টাইন অধিনায়ককে সম্মান জানানো ও জুনের কোপা আমেরিকা ফাইনালে হেরে জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বদলে মেসিকে উদ্বুদ্ধ করার জন্যেই ভাস্কর্যটি স্থাপন করা হয়। গ্লোরি ওয়াকওয়ে জায়গাটা পরিচিত আর্জেন্টিনার ক্রীড়াবিদদের ভাস্কর্যের জন্য।

গত জানুয়ারিতে দুই টুকরো করা হয়েছিলো মেসির ভাস্কর্য। মেসির ভাস্কর্যটির ওপরের অংশ ভেঙে তা গায়েব করে দেওয়া হয়। বুয়েনেস এইরেস সিটি কর্তৃপক্ষ দ্রুত ভাস্কর্যটি নতুন করে স্থাপন করেছিল। নতুন ভাস্কর্যটিও টিকলো না বেশি দিন।

রোববার রাতে মেসির মূর্তির দুই পা ভেঙে দেওয়া হয়েছে। দুর্বৃত্তদের পরিচয় জানা যায় নি।

 

সূত্র : বিবিসি

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি