রোনালদোর রেকর্ডের ম্যাচে বরুসিয়াকে হারালো রিয়াল
প্রকাশিত : ০৯:৫০, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:০২, ৭ ডিসেম্বর ২০১৭
ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের দিনে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে মাদ্রিদ।
ম্যাচের অষ্টম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বরজা মায়োরাল। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একই আসরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ছয় ম্যাচে গোলের রেকর্ড গড়েন তিনি। একই সঙ্গে লিওনেল মেসির গড়া গ্রুপ পর্বে সর্বোচ্চ ৬০ গোলের রেকর্ডে ভাগ বসান এই পর্তুগিজ তারকা। ম্যাচের ৪৩ মিনিটে ব্যবধান কমান আউবামেয়াং।
বিরতি থেকে ফিরেই দলকে সমতায় ফেরান আউবামেয়াং। ৮১তম মিনিটে ভাসকেস গোল করলে আবারও এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।
এ জয়ে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ষোলোয় ওঠা রিয়ালের পয়েন্ট ১৩। অপর ম্যাচে আপোয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। আগেই গ্রুপ সেরা নিশ্চিত হওয়া দলটির পয়েন্ট ১৬।
সূত্র : গোলডটকম
/এমআর