অজি দলে মিচেল মার্শ
প্রকাশিত : ১০:৫৬, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:১৫, ৭ ডিসেম্বর ২০১৭
অ্যাডিলেইডে শন মার্শের শতকের কল্যাণে দ্বিতীয় টেস্টে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এর রেশ কাটতে না কাটতে অজি দলে ডাক পেয়েছেন ছোট মার্শ, মিচেল মার্শ। আগামী সপ্তাহে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। দল থেকে বাদ পড়ছেন পেসার চ্যাড সায়ের্স।
মিচেল মার্শ সর্বশেষ টেস্টটি খেলেছিলেন চলতি বছরের মার্চে ভারতের বিপক্ষে। এরপর কাঁধের চোটে ছিটকে পড়েন তিনি।
পার্থে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড আর প্যাট কামিন্সের সঙ্গে চতুর্থ পেসার অপশন হিসেবে জায়গা পাচ্ছেন মিচেল মার্শ। বোলিংয়ের সঙ্গে তার ব্যাটিংটাও প্লাস পয়েন্ট হবে অস্ট্রেলিয়ার জন্য।
অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের দল : ডেভিড ওয়ার্নার, ক্যামেরুন বেনক্রফট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), জ্যাকসন বার্ড, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজলউড, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, টিম পেইন (উইকেটরক্ষক) এবং মিচেল স্টার্ক।
সূত্র : ফক্স স্পোর্টস
এমআর