ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোহলি-আনুষ্কার বিয়ের খবর মিথ্যে !

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৪৯, ৮ ডিসেম্বর ২০১৭

চলতি সপ্তাহেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। গত বুধবার এ খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরে যায় এই দুই তারকার ওয়াল। কিন্তু এই খবরকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন আনুষ্কা শর্মার মুখপাত্র।

আনুষ্কার মুখপাত্র বলেন, এই খবরের কোনো সত্যতা নেই।

কিছু দিন আগে আনুষ্কা নিজেই বলেছিলেন, বিয়ে তো করবই, কিন্তু কখন সেটা বলতে পারব না।

এর আগে শোনা গিয়েছিলো বিদেশের মাটিতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন দুই জগতের এ দুই তারকা। ইতালিতে আগামী ৯, ১০ এবং ১১ ডিসেম্বর-এই তিন দিন ধরে নাকি চলবে বিয়ের অনুষ্ঠান। বিয়ে সেরে নববধূকে নিয়ে দেশে ফিরবেন কোহালি।

সূত্র : আনন্দবাজার

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি