ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোহলির বিয়েতে দাওয়াত পেলেন না সতীর্থরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৫৬, ১০ ডিসেম্বর ২০১৭

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বিয়ের পিঁড়িতে বসছেন। ইতালিতে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে অধিনায়কের বিয়েতে নিমন্ত্রণ পাননি তার সতীর্থরা।

শুধু তা-ই নয়, বিয়ের আচার-অনুষ্ঠান নিয়ে সবকিছু গোপন রাখা হয়েছে। বিয়েতে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ আত্মীয়স্বজন আর দু-একজন বন্ধুবান্ধব। শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিং বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন।

তবে জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের জন্য সতীর্থদের নিমন্ত্রণ করেননি কোহলি। এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন তিনি।

 

//এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি