ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কে হাসবেন শেষ হাসি ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ১২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:২৮, ১৩ ডিসেম্বর ২০১৭

ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের ম্যাচের মধ্য দিয়ে আজ পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। কে জিতবে শিরোপা ? মাশরাফি বিন মুর্তজার রংপুর নাকি সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ?

শিরোপা কে জিতবে তা আগে থেকে বলা মুশকিল। দুদলই তারকায় ভরা। মাশরাফি বিন মুর্তজার রংপুরে রয়েছে ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককালাম, লাসিথ মালিঙ্গা, জনসন চার্লসদের মতো বিশ্বের বড় বড় ক্রিকেট তারকা। পিছিয়ে নেই সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসও। তাদের দলে রয়েছে কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, এভিন লুইস, ক্যামরুন দেলপোর্তদের মতো তারকারা। ফাইনালে তাই লড়াইটা হবে সেয়ানে সেয়ানে।

 

বিপিএল শিরোপা জেতার অভিজ্ঞতা আছে দুই অধিনায়কেরই। আগের চার আসরের শিরোপা উঠেছে মাশরাফি ও সাকিবের হাতেই। এর মধ্যে তিনবার শিরোপা জিতেছেন মাশরাফি, একবার সাকিব। এবারের শিরোপা কার হাতে উঠছে তা জানতে খুব বেশি সময় অপেক্ষা করতে হবেনা ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে ম্যাচটি। মাছরাঙ্গা টেলিভিশন ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।

 

//এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি