ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পাঁচ আসরে চারবারই ‘চ্যাম্পিয়ন’ মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ১৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:২৪, ১৩ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চতুর্থবারের মতো শিরোপা জিতলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটরসকে শিরোপা জিতিয়েছেন মাশরাফি। তৃতীয় আসরে নবাগত কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা জিতেছে মাশরাফির নেতৃত্বেই। চতুর্থ আসরেই কেবল শিরোপা জেতা হয়নি বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। আর এবারের আসরে রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে জিতলেন শিরোপা। সব মিলিয়ে পাঁচবারের মধ্যে চারবারই শিরোপা উঠেছে মাশরাফি বিন মুর্তজার হাতে।

দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ও উজ্জীবিত রাখার ক্ষেত্রে অধিনায়ক মাশরাফির জুড়ি নেই। তাই তো তাঁর নেতৃত্বে খেলাটা উপভোগ করেন গেইল-ম্যাককালাম-মালিঙ্গাদের মতো বড় বড় তারকারা। ‘ক্যাপ্টেন’ মাশরাফি সবার সেরা। বিপিএলে অধিনায়ক মাশরাফির ধারেকাছেও নেই কেউ। এবারের শিরোপা জিতে নিজেকে আরও নতুন উচ্চতায় নিয়ে গেছেন ম্যাশ।

 

//এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি